Israel Hamas War: ইজরায়েল-হামাসের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার, আহত ৮ হাজারের বেশি

Continues below advertisement

ইজরায়েল-হামাসের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার। আহত ৮ হাজারের বেশি। এর মধ্যেই গাজা সীমান্ত পুনরুদ্ধার করল ইজরায়েলি সেনা। তেল আভিভে পাল্টা রকেট হানা হামাসের। হামাস-হামলার পর থেকে গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। দু’পক্ষের সংঘর্ষে মৃতদের মধ্যে ১২০০ জনই ইজরায়েলের। গাজায় এখনও পর্যন্ত সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইজরায়েল-হামাস সংঘর্ষে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের বার করে আনা এবং ওষুধ-সহ জরুরি জিনিস পৌঁছে দেওয়ার জন্য মিশরে মানব করিডর তৈরি করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। যুদ্ধ-পরিস্থিতি নিয়ে জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে দাবি করে ইজরায়েলকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram