Israel Hamas War: ইজরায়েল-হামাসের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার, আহত ৮ হাজারের বেশি
Continues below advertisement
ইজরায়েল-হামাসের পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার। আহত ৮ হাজারের বেশি। এর মধ্যেই গাজা সীমান্ত পুনরুদ্ধার করল ইজরায়েলি সেনা। তেল আভিভে পাল্টা রকেট হানা হামাসের। হামাস-হামলার পর থেকে গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। দু’পক্ষের সংঘর্ষে মৃতদের মধ্যে ১২০০ জনই ইজরায়েলের। গাজায় এখনও পর্যন্ত সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ইজরায়েল-হামাস সংঘর্ষে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের বার করে আনা এবং ওষুধ-সহ জরুরি জিনিস পৌঁছে দেওয়ার জন্য মিশরে মানব করিডর তৈরি করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। যুদ্ধ-পরিস্থিতি নিয়ে জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে দাবি করে ইজরায়েলকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
Continues below advertisement