Parliament Security Breach: সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড-যোগে এবার বাংলায় দিল্লি পুলিশ, ললিতের ভাড়াবাড়িতে হানা
Continues below advertisement
ABP Ananda LIVE: স্মোককাণ্ডে অভিযুক্ত ললিত ঝা-র রবীন্দ্র সরণির বাড়িতে তদন্তকারীরা । গতকাল বাড়ির চাবি না থাকায় ভিতরে ঢুকে তল্লাশি চালাতে পারেননি তদন্তকারীরা । ললিত ঝা-র পরিচিত ৪ জনকে জিজ্ঞাসাবাদ, সংগ্রহ করা হয়েছে একাধিক তথ্য । ললিত ঝা-র পরিবার ও পরিচিতদের সঙ্গে আজ কথা বলতে পারেন তদন্তকারীরা । ললিতের বাগুইআটির বাড়িতেও যেতে পারেন তদন্তকারীরা সংসদে তাণ্ডবের মাস্টারমাইন্ড-যোগে এবার বাংলায় দিল্লি পুলিশ। বড়বাজার-রবীন্দ্রসরণিতে ললিতের ভাড়াবাড়িতে হানা। গিরিশ পার্ক থানার পুলিশের সঙ্গে কথা।
কলকাতায় দিল্লি পুলিশ
Continues below advertisement