Suvendu Adhikari: 'আহতদের জোর করে ওড়িশা থেকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার' আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari: 'বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর ঝাঁপিয়ে পড়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন স্থানীয়রা'। 'বালেশ্বরবাসীকে আমার প্রণাম'। 'দুর্ঘটনার পর রাজনীতি বা দোষারোপ প্রথমেই করতে নেই'। 'ওড়িশা ও কেন্দ্রের সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে'। 'দুর্ঘটনার পর রাজনীতি বা দোষারোপ প্রথমেই করতে নেই'। 'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?'য। 'এটা আপনার কাজ নয়, তদন্তকারীদের ওপর ছেড়ে দিন'। 'তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড প্রধানমন্ত্রী-রেলমন্ত্রীকে নিশানা করেছেন'। 'রেলমন্ত্রী নিজে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন'। 'রেলের দুই আধিকারিকের কথোপকথন তাঁরা কেউ রেকর্ড করেননি'। 'ফোন ট্যাপ করে সেই কথোপকথন রেকর্ড করা হয়েছে, এটাও তদন্তের আওতায় রাখা উচিত' । বাংলায় শিকেয় স্বাস্থ্য পরিষেবা' । 'তা সত্ত্বেও আহতদের জোর করে ওড়িশা থেকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার' । 'কটক, ভুবনেশ্বরের চিকিৎসা ব্যবস্থা অনেক ভাল, দয়া করে জোর করে বাংলায় নিয়ে যাবেন না'। 'বাংলায় চিকিৎসা ব্যবস্থা ভাল নেই বলেই তো ভাইপো চিকিৎসার জন্য আমেরিকায় যান'