TATA Motors: 'মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন তার ক্ষত আস্তে আস্তে বেরচ্ছে', মন্তব্য বিকাশরঞ্জনের | ABP Ananda LIVE
Continues below advertisement
সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটাকে সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে ডব্লুবিআইডিসি-কে। টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইবুনালের, জানিয়েছে টাটা মোটরস। খবর এএনআই সূত্রে। এই প্রসঙ্গে সিপিএম নেতা ও সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেল। আজ টাটা মোটরস এটা পেয়েছে। ইতিমধ্যে হলদিয়া নিয়েও প্রসূন চ্যাটার্জি গ্রুপ এই আর্বিট্রেশন অ্যাওয়ার্ড পেয়েছেন কয়েকহাজার কোটি টাকা। রাজ্য সরকারের অবিমৃষ্যকারিতায়। মমতা ক্ষমতায় আসার জন্য যত অপকর্ম করেছেন তার ক্ষত আস্তে আস্তে বেরচ্ছে। পশ্চিমবঙ্গ তো দেউলিয়া হয়ে গেল।'
Continues below advertisement