মন্ত্রীত্বের ঘি-দুধ-সর খেয়ে এখন বলছে পাচারকারী, ওঁর কথা মূল্যহীন, শুভেন্দুকে পাল্টা সৌগত

Continues below advertisement
দল বদলের পর বিজেপির (BJP) প্রথম সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন, 'তৃণমূল (TMC) এখন কম্পানি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) চাপে বন্ধ হয়েছে গরু পাচার-কয়লা পাচার। বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হয়ে যাবে।' এই নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, 'বিশ্বাসঘাতকরা এরকমই বলে। যাঁরা দল বদল করে তাঁরা এরকমই বলে। এতে কোনও লাভ হবে না। এতে কী দিলীপ ঘোষ (Dilip Ghosh) জায়গা ছেড়ে দেবে? শুভেন্দু অধিকারী আমাদের দল থেকে যা নেওয়ার সব নিয়েছে। ও এখন বিজেপিতে গিয়েছে আরও কিছু পাওয়ার আশায়। সেই জন্যই এসব কথা বলছে। শুভেন্দুর আসলে কোনও নীতি নেই। ও ধর্মনিরপেক্ষ নয়। ও হিন্দুত্ববাদী। যে দল ওকে মন্ত্রিত্ব দিল, মন্ত্রিত্বের ঘি, দুধ, সর খেল তাকে এখন কিডনি পাচারকারী বলছে, আমি শুভেন্দু অধিকারীর কথায় কোনও মূল্য দিই না। নন্দীগ্রামে যাক। মানুষের মুখোমুখি হোক। তাহলেই বুঝতে পারবে মানুষ কী বলছে।'
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram