বিধানসভায় বাম বিধায়ককে লক্ষ্য করে কুকথা তৃণমূল বিধায়কের, হাতজোড় করে ক্ষমা চাইতে হল
Continues below advertisement
বিধানসভায় বাম বিধায়ককে লক্ষ্য করে কুকথা তৃণমূল বিধায়কের। প্রতিবাদে অধ্যক্ষের কাছে নালিশ বামেদের। নিজের মন্তব্যের জন্য পরে বিধানসভাতেই হাতজোড় করে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক। ক্ষমা চান ফিরহাদ হাকিম। নিন্দা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় রাজ্য বাজেটের ওপর আলোচনা চলছিল। বক্তব্য রাখছিলেন পূর্ব বর্ধমানের মেমারির তৃণমূল বিধায়ক নার্গিস বেগম। অভিযোগ, সেসময় তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে কটাক্ষ করেন পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাম বিধায়ক জাহানারা খান। বামেদের দাবি, এরপরই বাম বিধায়ককে লক্ষ্য করে কুকথা বলেন তৃণমূল বিধায়ক। এনিয়ে পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানায় বামেরা।
Continues below advertisement