Sudip Banerjee:লোকসভায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব সুদীপ, পাল্টা ধর্মেন্দ্র প্রধানের।ABP Ananda LIVE
Continues below advertisement
বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী, লোকসভায় সরব তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করতেই প্রতিবাদ ধর্মেন্দ্র প্রধানের। তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপি সাংসদদের বচসা। 'তৃণমূলের মন্ত্রীরা জেলে, মিডে ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি হয়েছে। সিবিআইকে তদন্তের জন্য চিঠি দিয়েছি', সংসদে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Continues below advertisement
Tags :
CM Mamata Banerjee CM Mamata Banerjee MC MP Sudip Banerjee Speaks At Parliament Sudip Banerjee On Discrimination By Centre Union Minister Dharmendra Pradhan Rebuttal