TMC News: কোচবিহারে উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে দ্বন্দ্ব ফের প্রকাশ্যে
ABP Ananda LIVE: কোচবিহারে উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। নাম না করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে লক্ষ্মণরেখা মনে করালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা
ইজরায়েল-ইরান যুদ্ধে আমেরিকার এন্ট্রি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়াল আমেরিকা। ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার। ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক আমেরিকা সেনার। আমেরিকা সেনাকে যুদ্ধের আহ্বানে শুভেচ্ছা ট্রাম্পের। ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য: ট্রাম্প। 'আমেরিকার সেনা বাহিনী সফল ভাবে হামলা চালিয়েছে'। 'ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে'। 'অপারেশন-এর পরে সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশ সীমার বাইরে আছে', দাবি ট্রাম্পের। 'অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরণের অভিযান চালাতে পারেনি'। 'এখন শান্তির সময় এসেছে', সোশাল মিডিয়ায় বার্তা ট্রাম্পের।