Tomato Flu: মাঙ্কি পক্সের আতঙ্ক সামলে ওঠার আগেই এবার ভারতে হানা দিয়েছে টোম্যাটো ফ্লু

Continues below advertisement

করোনার চতুর্থ ঢেউ, মাঙ্কি পক্সের আতঙ্ক সামলে ওঠার আগেই এবার ভারতে হানা দিয়েছে টোম্যাটো ফ্লু। কেরল, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু। চিকিত্সকরা বলছেন, এটি একটি ভাইরাল রোগ। এই রোগের উপসর্গ হল, জ্বর, সর্দি-কাশি, নাক দিয়ে জল পড়া, বমিভাব, পেটে ব্যথা, ডায়েরিয়া। এছাড়াও, গলা, মুখ ও জিভে ঘা হয়, জ্বালাভাব থাকে। খেতে সমস্যা হয়। উপসর্গ থাকে ৩ থেকে ৫ দিন। রোগটি খুবই ছোঁয়াচে। চিকিত্সকদের একাংশের দাবি, স্কুল খোলার পর এই রোগের উপসর্গ নিয়ে চিকিত্সার জন্য আসছে শিশুরা। পরিস্থিতির ওপর নজর রেখেছে স্বাস্থ্য দফতর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram