Top Morning News: সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখার মৌখিক নির্দেশ রাজ্য সরকারের

Continues below advertisement

Fuel Price : ৯০ পার ডিজেল। একশ ছুঁইছুঁই পেট্রোল। কোভিড ভ্যাকসিন , কল্যাণমূলক প্রকল্পে বেশি খরচ হচ্ছে। দুর্ভোগের দায় ঝেড়ে আজব যুক্তি পেট্রোলিয়ামমন্ত্রীর।

 মঙ্গলবার পর্যন্ত কার্যত লকডাউন (Lockdown)। লোকাল ট্রেন  (Local Train) চালু নিয়ে কী ভাবনা ? রাজ্যকে চিঠি পূর্ব রেলের। সরকারি বাসগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত রাখতে পরিবহণ নিগমগুলিকে মৌখিক নির্দেশ রাজ্য সরকারের।
রাজ্যকে চিঠি রেলের

শনিবার কুণাল, রবিবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee ) মাতৃবিয়োগের পর নাকতলার বাড়িতে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তৃণমূলে ল্যান্ড করলেন, কটাক্ষ অনুপমের। কুণালের বাড়িতে গিয়ে গঙ্গাজলে শুদ্ধ হননি, আক্রমণ কল্যাণের।


এক্সপেরিমেন্ট করেছিলাম। খানিকটা সফল হয়েছে, বাকিটা হয়নি। চর্বি হয়েছিল, ঝরলে ভাল, দলবদল নিয়ে প্রতিক্রিয়া দিলীপের (Dilip Ghosh)। অনেকেই সম্মান পাচ্ছেন না। ই মেলে পদত্যাগপত্র পাঠিয়ে অভিযোগ মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram