দেশে করোনা-আক্রান্ত বেড়ে ৩৩৭৪, মৃত্যু ৭৭ জনের, রাত ৯টায় প্রধানমন্ত্রীর করোনা-কর্মসূচি নিয়ে রাজনৈতিক তরজা- 'ফটাফট'

Continues below advertisement
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৭৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৭৭। সুস্থ হয়ে উঠেছেন ২৬৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। অন্য দিকে, দিল্লিতেও প্রতি দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৪৫। কেরলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। ট্যুইট করে আজ রাত ৯টায় আলো নিভিয়ে, বাতি বা প্রদীপ জ্বালিয়ে করোনার বিরুদ্ধে ঐক্যের বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। টোটকা দিয়ে করোনা মোকাবিলা করা যায় না  কটাক্ষ কংগ্রেসের। দেশকে ঐক্যবদ্ধ করার আবেগটা বুঝুন, পাল্টা জবাব বিজেপির।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram