ফটাফট : হাথরসের পথে রাহুল গাঁধী, অখিলেশ যাদব সঙ্গে অন্য খবর

Continues below advertisement
অবশেষে সত্যের জয়। ২৭ ঘণ্টা পর এবিপি আনন্দকে নির্যাতিতার গ্রামে হাথরসে ঢোকার অনুমতি যোগী পুলিশের। নির্যাতিতার বাড়িতে গেলেন এবিপি আনন্দের প্রতিনিধিরা। কথা বললেন পরিবারের সঙ্গে। "মেয়ের মৃতদেহ একবার দেখার ও সুযোগ পাইনি যাঁকে জ্বালিয়ে দিল সে আমাদের মেয়ে কিনা কী করে জানব ?কেন আমরা তাঁর অস্তি নিতে যাব। ", এবিপি আনন্দকে জানালেন নির্যাতিতার মা। "মেয়ে করোনায় মারা গেলে কী করতেন।  করোনায় মারা গেলে আর্থিক সাহায্য পাবেন না।" জেলা শাসকের বিরুদ্ধে হুমকি দেওয়ার বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের। সবার মোবাইলের উপর নজরদারি চালানোর অভিযোগ। হাথরসে ফের যাচ্ছেন রাহুল।  যেতে পারেন প্রিয়াঙ্কা ও। হাথরসে যাবেন অখিলেশ যাদব ও। পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন আদিত্যনাথ ট্যুইট প্রিয়াঙ্কার।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram