TMC News: মোদি-শাহর বিরুদ্ধে শেয়ার বিনিয়োগকারীদের প্রভাবিত করার অভিযোগ, সেবিকে চিঠি তৃণমূলের
Continues below advertisement
নরেন্দ্র মোদি ও অমিত শাহর বিরুদ্ধে শেয়ার বিনিয়োগকারীদের প্রভাবিত করার অভিযোগ তুলে তদন্তের দাবি তৃণমূলের। ফের সেবিকে এ নিয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তাঁর দাবি এক্সিট পোলের প্রেক্ষিতে মোদি-অমিত শাহের বার্তায় প্রায় ৩০ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে ভারতীয় বিনিয়োগকারীদের। তাঁর দাবি, মোদি, শাহ বা বিজেপির সঙ্গে যুক্ত কেউ শেয়ার বাজারে অস্থিরতার কারণে ৩ ও ৪ জুন লাভবান হয়েছিল কিনা, তার তদন্ত হোক। সেবির পদক্ষেপের পাশাপাশি, প্রয়োজনে এই বিষয়টি সংসদেও তোলা হবে বলে জানিয়েছেন সাকেত। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই কেলেঙ্কারি তদন্ত হওয়া উচিত বলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ।
Continues below advertisement