TMC: অভিষেককে তলবের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা তৃণমূলের

Continues below advertisement

অভিষেককে তলবের দিনই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা তৃণমূলের। "কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে, এটা লজ্জার। যখনই বিজেপি শঙ্কিত হয়ে পড়ে, এই তোতাপাখিদের ছেড়ে দেয়। যারা মেরুদণ্ড বিক্রি করেনি, তাঁদের নিশানা করা হয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি বলতেন, কেন্দ্রীয় সংস্থার রাজনীতিকরণ নিন্দনীয়। প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের দমনে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করেন। প্রধানমন্ত্রী, বিভাজনকারী শক্তিকে আমরা অতীতেও হারিয়েছি। বিজেপির পুতুল দিয়ে ভয় দেখানোর ছক কাজ করবে না। লড়াই জারি থাকছে’, ট্যুইট তৃণমূল কংগ্রেসের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram