Tripura Election: আজই শেষ হচ্ছে প্রচার, সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা
Tripura Election: বৃহস্পতিবার ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন (Assembly Election)। আজই শেষ হচ্ছে প্রচার। সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। এবার টাউন বড়দোয়ালি (Bordoyali) কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রতিপক্ষ কংগ্রেসের (Congress) আশিস সাহা (Asish saha)। বিজেপির (BJP) প্রচারে লোক নেই, কটাক্ষ তৃণমূলের (tmc)। এবার বিধানসভা ভোটে আগরতলা (Agartala) কেন্দ্র থেকে লড়ছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন(Sudip Roy Barman)। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা দাঁড়িয়েছেন কৈলাসহর কেন্দ্রে। বনমালিপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন ত্রিপুরা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। সিপিএমের(cpm) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী লড়ছেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বিধানসভা আসনে। ত্রিপুরা বিধানসভার ৬০টির মধ্যে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তিপ্রা মথা লড়ছে ৪২টি আসনে। পার্বত্য ত্রিপুরার ২০টি আসনে তাদের লড়াই মূলত তৃণমূলের সঙ্গে।