Tripura News: বাংলার পুনরাবৃত্তি ত্রিপুরায়, ভোটের আগেই বিজেপির 'জয়'। ABP Ananda Live

Continues below advertisement

BJP News: বাংলার পুনরাবৃত্তি ত্রিপুরায়, ভোটের আগেই বিজেপির 'জয়'। ত্রিপুরায় অধিকাংশ আসনে প্রার্থীই দিতে 'পারল' না বিরোধীরা। ভোটের আগেই বিনা লড়াইয়ে ৭১% গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। ভোটের আগেই বিনা লড়াইয়ে ৫৬% পঞ্চায়েত সমিতি বিজেপির। ভোটের আগেই বিনা লড়াইয়ে ১৭% জেলা পরিষদে জয়ী বিজেপি। ৮ অগাস্ট ত্রিপুরায় পঞ্চায়েত ভোট, বিনা লড়াইয়ে অধিকাংশই বিজেপির। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়জয়কার! গতকাল ছিল ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চলতিবছরে আর NEET নয়।  ফের NEET-এর দাবি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'হাজারিবাগে পেপার লিক, প্রভাব পাটনা পর্যন্ত'। 'প্রশ্নফাঁসের সুবিধাভোগী হাজারিবাগ, পাটনায় ১৫৫জন পরীক্ষার্থী'। সিবিআইয়ের তথ্য সামনে রেখে জানাল সুপ্রিম কোর্ট। 'ফের পরীক্ষা হলে অসুবিধায় পড়বেন ২০ লক্ষ পরীক্ষার্থী'। 'ফের এন্ট্রান্স হলে বিপর্যন্ত হবে অ্যাকাডেমিক বছর'। ফের NEET-এর দাবি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram