BJP News: ত্রিপুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি, কটাক্ষ সিপিএমের। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ত্রিপুরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি যেভাবে বিপুল ভাবে জিতেছে, দুহাজার আঠারো এবং দুহাজার তেইশ সালে, সেই একই ছবি দেখা গিয়েছে আমাদের এই রাজ্য়ে, তৃণমূলের জয়ে। দুই রাজ্যে, দুই দলের একই ফল দেখে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম। কাল বলেছিলেন সংসদের ভিতরে। আজ বললেন সংসদের বাইরে। গ্রেটার কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে অনড় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। যদিও এই দাবি অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। হাতে নিয়োগপত্র। ল্যাবরেটরি অ্যাসিস্ট্য়ান্ট পদে যোগ দিতে এসেছেন যুবক। আর তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আধিকারিকরা। কারণ, ওই পদের কোনও অস্তিত্বই নেই হাসপাতালে। ভুয়ো নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে শেষমেশ শ্রীঘরে গেলেন অভিযুক্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram