Tripura News: ত্রিপুরায় ভোটের আগেই বিনা লড়াইয়ে ৭১% গ্রাম পঞ্চায়েতে জয়ী হল বিজেপি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কার্যত বিরোধী শূন্য পঞ্চায়েত। ত্রিপুরায় ভোটের আগেই বিনা লড়াইয়ে ৭১% গ্রাম পঞ্চায়েতে জয়ী হল বিজেপি। ৫৬% পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের দখলে। এবার গণতন্ত্র কোথায় গেল? বাংলার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের নিরিখে, ফের বাংলাকে টপকাল বিজেপি শাসিত ত্রিপুরা। ভোটের আগেই বিনা লড়াইয়ে প্রায় ৭১% গ্রাম পঞ্চায়েত দখল করে নিল বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬ হাজার ৩৭০টি। তার মধ্যে ৭১.৪৩% আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৩৫টি অর্থাৎ ৫৫.৫৬% আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি। জেলা পরিষদে ১১৬-র মধ্যে ২০টি অর্থাৎ ১৭.২৪% আসন ইতিমধ্যেই বিজেপির দখলে।

এটা অবশ্য় প্রথমবার নয়। ২০১৮ সালে বিজেপি শাসিত ত্রিপুরারই, পঞ্চায়েতের উপনির্বাচনে প্রায় ৯৬ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। সেই একই বছরে, এরাজ্য়ের পঞ্চায়েত ভোটে, তিনটি স্তর মিলিয়ে, প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল। পঞ্চায়েত সমিতিতে মোট ৯ হাজার ৭৩০টির মধ্যে ৭৫৯ আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল রাজ্যের শাসকদল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram