UGC NET: নেটের প্রশ্নফাঁসকাণ্ডে তদন্তে এনডিএ শাসিত বিহারে গিয়ে হামলার মুখে পড়তে হল সিবিআইকে | ABP Ananda LIVE
নেটের প্রশ্নফাঁসকাণ্ডে তদন্তে এনডিএ শাসিত বিহারে গিয়ে হামলার মুখে পড়তে হল সিবিআইকে। এদিকে NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে, ফৌজদারি মামলা রুজু করে তদন্ত শুরু করল CBI. বিহারে পাঠানো হয়েছে সিবিআইয়ের বিশেষ টিম।
NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্ত শুরু করেছে CBI. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে রুজু করা হয়েছে ফৌজদারি মামলা। IPC ৪২০ ও ১২০ (বি) ধারায় রুজু হয়েছে মামলা। এই মামলার তদন্তে গঠন করা হয়েছে বিশেষ টিম। পাটনা ও গোধরায় স্পেশাল টিম পাঠিয়েছে CBI.
তবে সূত্রের খবর, বিহার ও গুজরাটের ক্ষেত্রে এখনও সিবিআই নিজের হাতে মামলা নেয়নি। এই ২ রাজ্যে পুলিশ তাঁদের মতো করে তদন্ত ও গ্রেফতারি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
সিবিআই সূত্রে এও খবর, এক্ষেত্রে বৃহত্তর ষড়ষন্ত্রের তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সিবিআইকে ষ্পষ্ট বলা হয়েছে, পড়ুয়া থেকে প্রতিষ্ঠান, তদন্তের আওতা থেকে যেন কাউকে বাদ না দেওয়া হয়। ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, মধ্যস্বত্বভোগীদের দ্বারা প্রমাণ নষ্ট করাসহ সমস্ত অভিযোগের যেন পুঙ্খানুপুঙ্ঘ তদন্ত করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, সরকারি আধিকারিকদের ভূমিকাও তদন্তের আওতায় নিয়ে আসতে সিবিআইকে অনুরোধ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষা পরিচালনা ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখতে বলা হয়েছে। একদিকে যখন রবিবার থেকে NEET-UGতে সিবিআই তদন্ত শুরু করল,
তখন নতুন করে NEET-UG পরীক্ষা নেওয়ার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা।