CBI Attacked In Bihar: UGC NET-এর প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় বিহারে CBI-এর ওপর হামলা | ABP Ananda LIVE

এবার এনডিএ শাসিত বিহারে সিবিআইয়ের ওপর হামলা। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা। নকল সিবিআইয়ের গুজব রটিয়ে হামলা। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০ থেকে ৩০০ জনের। বিহারের নওয়াদায় সিবিআইয়ের ওপর হামলা। বাংলা থেকে বিহার, কেলেঙ্কারির তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের ওপর হামলা, গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি, দাবি বিহার পুলিশের। 

দুর্নীতির বিরুদ্ধে তদন্তে যখনই সিবিআই সোচ্চার হচ্ছে, তখনই রাজনৈতিক দল দুষ্কৃতীদের উস্কানি দিয়ে এটা করাচ্ছে। বাংলায় দেখেছি, এখন বিহারেও দেখলাম। স প্রতিষ্ঠানকে গলা টিপে হত্যা। সিবিআইয়ের ওপর হামলার তীব্র নিন্দা করে মন্তব্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের।

নতুন সরকারের প্রথম অধিবেশন শুরুর আগেই বিরোধীদের হাতে সরকার বিরোধী একের পর এক ইস্যু। সোমবার অধিবেশনের শুরু থেকেই যা নিয়ে উত্তাল হতে পারে সংসদ। যার মধ্যে অবশ্যই প্রধান ইস্যু হতে চলেছে নিট ও নেট নিয়ে সামনে আসা একের পর এক বিস্ফোরক অভিযোগ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola