Ukraine-Russia crisis: ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা পুতিনের, 'রাশিয়ার ইউক্রেন আক্রমণ অযৌক্তিক', কড়া প্রতিক্রিয়া বাইডেনের| Bangla News

Continues below advertisement

এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণা করল রাশিয়া। পূর্ব ইউরোপের ক্রিমিয়া দিয়ে ইউক্রেনে ঢুকল রুশ সেনা। এরপরই রাজধানী কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে শোনা গেল একের পর এক বিস্ফোরণের শব্দ। ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin)। ইউক্রেন নিয়ে কোনও বিদেশি শক্তি নাক গলালে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগেই ইউক্রেন সীমান্তে এয়ারস্পেস বন্ধ করেছে রাশিয়া। ইউক্রেনও তাদের ৩টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। গোটা দেশে জারি হয়েছে জরুরি অবস্থা। ইতিমধ্যেই ইউক্রেনের দূতাবাস খালি করেছে মস্কো। ইউক্রেনের তরফেও তাদের নাগরিকদের রাশিয়া ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আজ ভার্চুয়াল বৈঠকে বসছে G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলি। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

অন্যদিকে, রাশিয়ার (Russia) আগ্রাসন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকা (America)। বিনা প্ররোচনায়, অযৌক্তিকভাবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে বলে জানিয়েছেন জো বাইডেন (Joe Biden)। এর ফলে অসংখ্য প্রাণহানি ও মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram