Union Budget 2024 Protest: বাজেটে বৈষম্যের অভিযোগে সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ

Continues below advertisement

ABP Ananda Live: বাজেটে বৈষম্যের অভিযোগ, প্রতিবাদে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে ইন্ডিয়া জোটের বিক্ষোভ। শরিকে কল্পতরু তৃতীয় মোদির সরকারের প্রথম বাজেট নীতীশ, নায়ডুর রাজ্যের জন্য দরাজহস্ত। অন্যান্য রাজ্যকে বঞ্চনার অভিযোগ, বাংলার প্রাপ্তিও নামমাত্র। প্রতিবাদে সংসদ ভবন চত্বরে তৃণমূল-সহ বিরোধীদের বিক্ষোভ।

পূর্বোদয়' প্রকল্পের কথা বলতে গিয়ে, বাংলা-সহ পাঁচ রাজ্য়ের নাম নিলেন নির্মলা সীতারমণ। বললেন, পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নই সরকারের লক্ষ্য়। কিন্তু বাজেট ঘোষণায় তার কি কোনও প্রতিফলন থাকল? প্রশ্ন উঠছে, কারণ, বিহার, অন্ধ্রপ্রদেশের জন্য় ঝুলি উপুড় করে দিলেও, বাংলার ঝুলি কিন্তু কার্যত শূন্য়ই রইল। বাংলা বঞ্চনার শিকার হল, সরাসরি অভিযোগ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যদিও, বাংলা বঞ্চিত হয়েছে বলে মানতে রাজি নন বিজেপির রাজ্য় নেতৃত্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram