কাল থেকে নামছে আরও ২০০০ বাস, 'ক্লাবে টাকা দিলে বাসমালিকদের ক্ষতিপূরণ নয় কেন?' প্রশ্ন দিলীপের, পাল্টা তৃণমূল
Continues below advertisement
কাল রাস্তায় নামতে পারে ২ হাজার বাস। পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানাল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। তারা জানিয়েছে, কাল থেকে ৩০ শতাংশ অতিরিক্ত বাস রাস্তায় থাকবে। লকডাউনের কারণে এখনও বহু পরিবহণ শ্রমিক বাড়ি থেকে ফিরতে পারেন না, এছাড়াও দীর্ঘদিন না চলার কারণে বহু বাস বিকল হয়ে পড়ে আছে। এই সমস্যা দুটি মিটলে বাসের সংখ্যা আরও বাড়বে। সূত্রের খবর, চলতি মাসেই বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রেগুলেটরি কমিটি।
Continues below advertisement
Tags :
Fare Hiked Bus Service West Bengal Private Bus Kolkata Revised Bus Fare Bus Fare Kolkata ABP Live Abp Ananda