Uttarkhand Update: উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে আশার আলো । ABP Ananda Live

Continues below advertisement

উত্তরকাশীর অন্ধকার সুড়ঙ্গে আশার আলো। সব কিছু ঠিকঠাক চললে আজই ৪১ জন শ্রমিককে বের করে আনা সম্ভব হবে। ১২ দিন টানেলে আটকে থাকায়, বাইরের আবহাওয়ায় মানিয়ে নিতে সমস্যা হতে পারে। এই আশঙ্কায় উদ্ধারের পর প্রথমে টানেলের মধ্যেই রাখা হবে ৪১ জনকে। এরপর বাইরে ও ভিতরের অক্সিজেনের মাত্রা তাঁদের পক্ষে সহনীয় হলে, চিকিৎসকরা পরীক্ষা করবেন। সবশেষে NDRF বিশেষভাবে তৈরি চাকা লাগানো স্ট্রেচার নিয়ে টানেলের মধ্যে পৌঁছবে। একে একে বের করে আনা হবে শ্রমিকদের। বাইরে প্রস্তুত রাখা হয়েছে ৪১টি অ্যাম্বুল্যান্স। টানেল থেকে বের করেই দ্রুত শ্রমিকদের নিয়ে 
যাওয়া হবে স্থানীয় হাসপাতালে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram