Hathras News: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ১১৬জনের মৃত্যু! কী বললেন যোগী আদিত্যনাথ?
ABP Ananda LIVE: উত্তরপ্রদেশের (Uttar pradesh)হাথরসে পদপিষ্ট হয়ে ১১৬জনের মৃত্যু! ধর্মীয় গুরুর সঙ্গে দেখা করার জন্য পুণ্যার্থীদের হুড়োহুড়ি । 'ধর্মীয় গুরুকে প্রণাম করার জন্য ঝাঁপিয়ে পড়েন ৪০০ থেকে ৫০০ পুণ্যার্থী'। ধর্মীয় গুরুর বিরুদ্ধে এফআইআর উত্তরপ্রদেশ পুলিশের। হাথরসের মুঘলগরহি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানে 'সংকল্প' চলাকালীন দুর্ঘটনা। কীভাবে দুর্ঘটনা? উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ । ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথা । 'ভোলে বাবা'র সৎসঙ্গে এদিন জমায়েত হয়েছিলেন প্রায় ৫০ হাজার পুণ্যার্থী।
কয়েকজনের দুঃখ বুঝতে পারছি: প্রধানমন্ত্রী(PM Narendra Modi) । লোকসভায় (lok sabha)প্রধানমন্ত্রীর ভাষণের সময় লাগাতার স্লোগান বিরোধীদের। দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস প্রধানমন্ত্রীর । তোষণের রাজনীতিকে জবাব দিয়েছে দেশ: প্রধানমন্ত্রী । 'রোজ রোজ হাজার হাজার কোটির দুর্নীতির খবর আসছে'। 'কয়লা-কেলেঙ্কারিতে(coal scam) অনেকের হাত কালো হয়ে গিয়েছে'। দেশকে ভিতর থেকে ধ্বংস করছে দুর্নীতি: প্রধানমন্ত্রী । দুর্নীতি-অস্ত্রে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। 'আগে যখন তখন হামলা চালাত জঙ্গিরা, চুপ থাকত সরকার'। এখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক হয়: প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা লোপের প্রসঙ্গ টেনে বিরোধীদের জবাব প্রধানমন্ত্রীর। 'এখন কাশ্মীরে পাথরবৃষ্টি বন্ধ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে'। '৩৭০ ধারা জম্মু-কাশ্মীরের অধিকার ছিনিয়ে নিয়েছিল'। 'কংগ্রেস জমানায় ১ টাকায় ৮৭ পয়সাই দুর্নীতি হত'।জনমত বোঝার চেষ্টা করুন, বিরোধীদের কড়া বার্তা মোদির।