Uttarkashi Update: যে কোনও মুহূর্তে উদ্ধারের অপেক্ষা, এরাজ্যের পাশাপাশি প্রহর গুণছে গোটা দেশ

Continues below advertisement

এখনও ১ ঘণ্টার অপেক্ষা, প্রহর গুনছে গোটা দেশ । উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিক উদ্ধারের মাঝে বাধা আরও একটি পাইপ । পাইপ কাটার পর টানেলে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে প্রস্তুত উদ্ধারকারী দল । বাংলার ৩ শ্রমিক-সহ উত্তরকাশীর সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে ৪১ জন । উত্তরকাশীর টানেলে আটকে হুগলির পুরশুড়ার ২ যুবক, কোচবিহারের তুফানগঞ্জের ১ শ্রমিক । টানেলের মুখে পরপর স্ট্রেচার, অ্যাম্বুল্যান্স, অক্সিজেন সিলিন্ডার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram