দাদু-বাবার হাত ধরে মুদিয়ালিতে দেবকী বসুর বাড়িতে আসতেন ঋষি
Continues below advertisement
পর্দার রুপোলি আকাশ থেকে চিরঘুমে চলে গেলেন আরও এক তারা। প্রয়াত ঋষি কপূর। প্রিয় অভিনেতার মৃত্যুতে চোখে জল ভক্তদের। কলকাতার মুদিয়ালি থেকে মুম্বইয়ের দূরত্ব প্রায় ২২১৪ কিমি। লকডাউনের শহরে সেই দূরত্ব ঘুচে গেল এক লহমায়। মুদিয়ালির ডঃ সত্যানন্দ রায় রোডের এই তিন তলার বাড়িতে থাকতেন পরিচালক দেবকী বসু। যিনি ভারতীয় সিনেমায় শব্দ সঙ্গীতের পথ দেখিয়েছিলেন। এই পরিবারের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল মুম্বইয়ের কপূর পরিবারের। বাবা-দাদুর সঙ্গে হাত ধরে এই বাড়িতে আসতেন ঋষি কপূর।
Continues below advertisement
Tags :
Mudiali Bong Connection Rishi Kapoor Latest News Rishi Kapoor Passed Away Rishi Kapoor Died Rishi Kapoor Death Rishi Kapoor Abp Ananda