WB Assembly Election Result 2021: মমতার কথা রাখল জঙ্গলমহল, লালমাটিতে ফের ফুটল জোড়াফুল

Continues below advertisement

কথা রাখল জঙ্গলমহল। ২০১৯ সালের লোকসভা ভোটে জঙ্গলমহলে পদ্মের দাপটে শুকিয়ে গিয়েছিল ঘাসফুল। সেই মাটিতেই আবার জোড়াফুলের জয়জয়কার। হারানো মাটি অনেকটাই ফিরে পেল তৃণমূল (TMC)। গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ার ৯টি বিধানসভার মধ্যে ৮টিতে বিজেপি, ১টিতে এগিয়ে ছিল তৃণমূল। ২০২১-এ তৃণমূল জয়ী ৩টি আসন। বাঁকুড়াতে ১২টি বিধানসভার তৃণমূল ৪টি আসনে জয়ী। ঝাড়গ্রামে ৪টি আসনের মধ্যে ৪টিতেই জয়ী তৃণমূল। পশ্চিম মেদিনীপুরে ১৫টি আসনে ১২টি আসনে জিতেছে তৃণমূল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram