WB Rape Case: 'দময়ন্তী সেনের নজরদারিতে চারটি ধর্ষণ মামলায় তদন্ত', জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি।Bangla News

Continues below advertisement

মাটিয়া, ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী - এই চারটি মামলার তদন্তে নজরদারি করবেন কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার দময়ন্তী সেন। তদন্তভার গ্রহণ করতে কোনও অসুবিধা থাকলে তিনি আদালতে জানাবেন, নির্দেশ প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির প্রশ্ন, রাজ্যের পরিকাঠামো থাকার পরেও কেন বারবার একই ধরনের ঘটনা ঘটেছে? উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, আমি বাকরুদ্ধ। আগে দিল্লি বা দেশের অন্য জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাওয়া যেত।এই রাজ্য মহিলাদের জন্য অন্যতম সুরক্ষিত রাজ্য। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি। অ্যাডভোকেট জেনারেলের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে। আমরা প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রাখছি। যদি কোনও ঘটনায় আলাদা করে কোনও আলাদা এজেন্সি বা কোনও বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয় সেটাও আমরা করব। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram