Sri Lanka Cyclone: শ্রীলঙ্কায় বিধ্বংসী সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪,সাইক্লোনে বিপর্যস্ত কোটমালে
ABP Ananda LIVE : শ্রীলঙ্কায় বিধ্বংসী সাইক্লোনে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪। সাইক্লোনের পর ৩৫০-র বেশি মানুষ নিখোঁজ । সাইক্লোনের জেরে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৩। প্রতিকূল আবহাওয়ার জেরে রেড অ্যালার্ট জারি তামিলনাডুতে। শ্রীলঙ্কার কোটমালেতে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা। শ্রীলঙ্কায় বিধ্বংসী সাইক্লোনে বিপর্যস্ত কোটমালে । ধসে কোটমালের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। ধসে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করেছে বায়ুসেনার হেলিকপ্টার। যআঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ১২ জন ভারতীয় । ৪৫ জনের মধ্যে রয়েছেন গ্রেট ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রেলিয়ার নাগরিকও। ৪৫ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে কলম্বোয়।
কলকাতায় CEO দফতর যেন 'যুদ্ধক্ষেত্র'! তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী সংগঠন-পুলিশ ধুন্ধুমার, শুভেন্দুকে 'গো ব্যাক'
SIR নিয়ে তীব্র সংঘাত! তারই মাঝে আজ CEO দফতরে ডেপুটেশন দিতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত ভোটার তালিকা থেকে মৃতদের নাম দেওয়ার দাবি থেকে শুরু করে,
কোনও কোনও ক্ষেত্রে, BLO-দের ওপর শাসক প্রভাবের বিষয়েও ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসারও দাবি জানাবেন তিনি। বেশ কিছু অনিয়ম হচ্ছে, তালিকা নিয়ে CEO দফতরে যান বিরোধী দলনেতা।
বিজেপি নেতা-কর্মীদের কর্মসূচির উল্টোদিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এরপর CEO দফতরের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী BLO সংগঠনের। তাঁরাও ডেপুটেশন দেবেন, দাবি তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির। বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী সংগঠনের। বারবার পুলিশের ব্যারিকেডে ধাক্কা, ধস্তাধস্তি।