আর্থিক সঙ্কট! শ্যামনগরে বন্ধ জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস, কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
Continues below advertisement
আর্থিক সমস্যার কারণ দেখিয়ে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বন্ধ ওয়েভারলি জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। কর্মহীন প্রায় ৩ হাজার শ্রমিক।প্রতিবাদে মিলের অফিস ভাঙচুর। মিলের দুটি গাড়িতে আগুন। এ বছরের ২৯ জানুয়ারি থেকে বন্ধ ওয়েভারলি জুটমিল। শ্রমিকদের অভিযোগ, বকেয়া মজুরি ও অন্যান্য প্রাপ্য মিলছে না। এনিয়ে শ্রমিক অসন্তোষ ছিল। গতকাল জুটমিল খোলার কথা ছিল বলে শ্রমিকদের দাবি। এদিন সকালে কাজে এসে শ্রমিকরা দেখতে পান, মিলের গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। প্রতিবাদে ভোর থেকে মিলের গেটে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। মিলের অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দুটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয় তারা। মিল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement