সাপ্তাহিক লকডাউনে আসানসোলে শুনশান রাস্তাঘাট
সাপ্তাহিক লকডাউনে আসানসোলের রাস্তাঘাট শুনশান থাকলেও রাস্তায় বহু মানুষকে দেখা গিয়েছে। পুলিশ অনেককে ইতিমধ্যে আটকেছে এবং তাঁদের থেকে উপযুক্ত তথ্যপ্রমাণ চাইছে। অপ্রয়োজনে বাড়ি থেকে কেউ বার হলে পুলিশ তাঁদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে।