West Bengal Assembly Election 2021: এবার বেসুরো বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, ভোটে না লড়ার আর্জি জানিয়ে Mamata Banerjee-কে চিঠি

Continues below advertisement

ভোটের আগে বেসুরো আরও এক তৃণমূল (TMC) বিধায়ক। হঠাৎই বেসুরো বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় (Rabiranjan Chatterjee)। ভোটে আর না লড়ার কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন রবিরঞ্জন। রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারিনি। সরকার যারা চালায় তারাই সুযোগ দেয়নি। দলের বিরুদ্ধে এভাবেই প্রকাশ্যে ক্ষোভ জানালেন তৃণমূল বিধায়ক। এমন কী মঙ্গলবার কালনায় মুখ্যমন্ত্রী যে মাটি উৎসবের উদ্বোধন করেছেন সেখানেও ছিলেন না বর্ধমান দক্ষিণের বিধায়ক। এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ভোটে না লড়ার সিদ্ধান্ত একান্ত ওঁনার ব্যক্তিগত বিষয়। কোন কাজ তিনি করতে পারেননি সেটা বোঝা মুশকিল। এতদিন পরে উনি বলছেন। অভিযোগ থাকলে আগেই বলা উচিত ছিল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram