West Bengal District News: বেসুরে গাইতেই এবার পোস্টার সুনীলের বিরুদ্ধে, তৃণমূলে না ফেরানোর দাবি
তৃণমূলে (TMC) ফেরার জল্পনার মধ্যেই সুনীল মণ্ডলের (Sunil Mondol) বিরুদ্ধে পোস্টার পড়ল জামালপুরে। তৃণমূল কর্মীদের নামে দেওয়া পোস্টারে বর্ধমান পূর্বের সাংসদকে দলে না ফেরানোর দাবি। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি সুনীল মণ্ডল।
কালনায় প্রাক্তন কাউন্সিলরের স্বামীর মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ, বিধায়কের হুমকির ভয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। যদিও ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক।
টানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়ল পূর্ব, পশ্চিম ভাতার। সেতু ভেঙে যাওয়ায় চরম সমস্যার মুখে প্রায় ১৫টি গ্রামের বাসিন্দারা। দ্রুত সেতু মেরামতিতে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক।
দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অনাস্থা। উত্তর ২৪ পরগনার শিমূলপুর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে শাসক দ্বন্দ্ব। প্রধানের স্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই অনাস্থার তোড়জোড়। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির।