West Bengal Election 2021: মতুয়া প্রভাবিত এলাকায় শক্তি প্রদর্শনের লক্ষ্যে TMC
Continues below advertisement
আজ বনগাঁর গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা। বনগাঁ লোকসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ফেরানোই লক্ষ্য তৃণমূলের (TMC)। গত লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি (BJP)। মতুয়া (Matua) ভোটের বড় অংশ বিজেপি পাওয়ায় এই কেন্দ্রে পিছিয়ে পড়ে তৃণমূল। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্রে দাঁড়িয়েই আজ বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের শক্তি প্রদর্শন করাও অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Gopalnagar Matua ABP Live Chief Minister Abp Ananda WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee