ডায়াবেটিক রোগীদের কি করোনা-ঝুঁকি বেশি? কীভাবে সাবধান হবেন? পরামর্শ দিলেন চিকিৎসক ভাস্কর দাস
যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য সতর্কতা আরও জরুরি জানালেন চিকিৎসক ভাস্কর দাস। ডায়াবেটিস রোগীর করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। ডায়াবেটিস রোগীরা যে ওষুধ খেয়ে যাচ্ছেন চিকিৎসক পরামর্শ দিলেন সেই ওষুধ খেতে। প্রত্যেকের বাড়িতে আকু চেক অর্থাৎ যেটা দিয়ে আঙ্গুলে ফুটিয়ে সুগারের লেভেল মাপা হয় সেটা ২-৩ দিন অন্তর ব্যবহার করতে বলেন।
Tags :
Diabetic Patients Diabetic Patients On COVID-19 Days Abp Ananda Coronavirus Update Coronavirus