Whatsapp-Facebook Crash: রাউটার বিভ্রাটেই বিপর্যয়, দাবি ফেসবুকের| Bangla News

Continues below advertisement

সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হল হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম। রাউটারে কাজের জন্য ঘটেছে বিঘ্ন, দাবি ফেসবুকের। সোমবার রাত সোয়া ন’টা নাগাদ বিশ্ব জুড়ে বন্ধ হয় হোয়াটসঅ্যাপ পরিষেবা। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও দেখা যায় একই সমস্যা। এ দেশেও এই তিন অ্যাপের পরিষেবায় বিঘ্ন ঘটে।

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শৈবাল চক্রবর্তী বলেন, "বাড়ির রাউটারের সঙ্গে এই রাউটারের কোনও সম্পর্ক নেই। অনেক রাউটারের সাহায্যে এই ধরনের নেটওয়ার্ক চলে। একটা রাউটার যদি বসে যায়, হ্যাক হয়, তাহলে অন্য রাউটার দিয়ে নেটওয়ার্ক চলার কথা। এক এক সময়ে, এক এক রকম কথা শোনা যাচ্ছে। ফেসবুকের থেকে সঠিকভাবে বলা না হলে, বোঝা যাচ্ছে না কেন বন্ধ হয়েছে।"

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram