রেশনে সমবণ্টন হচ্ছে না কেন? মেয়রের কাছে জবাব চাইলেন বাম কাউন্সিলররা
Continues below advertisement
অত্যাবশ্যক জিনিসের অভাব নেই, তাও কেন রেশনের সমবণ্টন হচ্ছে না? মেয়রের কাছে জানতে চাইলেন বাম কাউন্সিলররা। তাঁদের প্রশ্ন, এই পরিস্থিতিতে কোনও রাজনৈতিক দলের পতাকা দেখে বৈষম্য হবে কেন? এছাড়াও যে গরিবদের রেশন কার্ড নেই, তাঁদের জন্য কুপনের ব্যবস্থা করারও দাবি তোলেন তাঁরা। যদিও মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ উড়িয়ে বলেন, এটা রাজনীতি করার সময় নয়, প্রয়োজনে সব ব্যবস্থা নেওয়া হবে।
Continues below advertisement
Tags :
Left Councilors Co-distribution Distribution Ration Dealer Ration Corona Situation Corona Corporation Relief Firhad Hakim Abp Ananda West Bengal