Behala Woman Unnatural Death: বেহালায় রাস্তায় উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, মাথায় আঘাতের চিহ্ন
বেহালার জয়শ্রী পার্ক এলাকায় এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বছর ৪২ এর ওই মহিলার নাম নীলা ভট্টাচার্য। যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে, তার পাশের পাড়াতেই তাঁর বাড়ি। স্বামী ও ছেলে রয়েছে। তবে মৃতার পরিবার সূত্রে দাবি, মাঝেমধ্যেই ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গতকালও মাঝরাতে তিনি বেরিয়ে গিয়েছিলেন। আর বাড়ি ফেরেননি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। পুলিশ সূত্রে খবর, মহিলার মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।