Women's Reservation Bill : ভোটের আগে মাস্টারস্ট্রোক, মহিলা সংরক্ষণ বিল পেশ করল মোদি সরকার : ABP Ananda
Continues below advertisement
লোকসভা ভোটের ( Loksabha Poll 2023 ) আগে মাস্টারস্ট্রোক দিয়ে, মহিলা সংরক্ষণ বিল পেশ করল মোদি সরকার ( Narendra Modi Govt ) । গত লোকসভা ভোটের পরিসংখ্য়ানেই দেখা গেছিল, ভোটদানকারী মহিলার হার, ভোটদানকারী পুরুষের হারকে ছাপিয়ে গেছিল। ফলে এই ঐতিহাসিক বিল পেশের সিদ্ধান্ত, ২০২৪-এর ভোটে মোদি সরকারকে ডিভিডেন্ড দেবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
Continues below advertisement