Bangladesh: পুজোকে ঘিরে উত্তেজনার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে, জানালেন শেখ হাসিনা | Bangla News

Continues below advertisement

‘ধর্ম যার যার উৎসব সবার। প্রত্যেকে যার যার নিজস্ব ধর্ম, স্বাধীনভাবে আনন্দের সঙ্গে পালন করবেন বাংলাদেশে। কিছু দুষ্টচক্র দেশের এই নীতিকে নষ্ট করার চক্রান্ত করে। শক্ত হাতে সরকার তা দমন করবে।’ সম্প্রতি দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনার পরিস্থিতি সম্পর্কে এমনই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘তদন্ত শুরু হয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ করা হবে।’

অন্যদিকে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুক্রবার জানিয়েছেন, ‘বাংলাদেশে ধর্মীয় জমায়েতের উপর হামলার কিছু খবর আমরা পেয়েছি। বাংলাদেশ সরকার কঠোরভাবে পদক্ষেপ করছে। দুর্গাপুজো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।’

এদিকে এ প্রসঙ্গে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নোয়াখালির ইস্কন কর্তৃপক্ষের তরফেও হামলার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তার আর্জি জানানো হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram