Bangladesh: 'বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে', আর্জি রাষ্ট্রপুঞ্জের | Bangla News

Continues below advertisement

উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৭১টি মামলা রুজু হয়েছে। গত ৫ দিনে গ্রেফতার করা হয়েছে ৪৫০ জনকে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যম পুলিশকে উদ্ধৃত করে এই দাবি করেছে। এরই মধ্যে বাংলাদেশে অশান্তির ঘটনার নিন্দা করেছে আমেরিকার বিদেশমন্ত্রক। মার্কিন বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, ধর্মপালনের স্বাধীনতা মানবাধিকারের মধ্যে পড়ে। প্রতেকে যাতে নিজেদের নিরাপদ মনে করেন ও ধর্মীয় উত্‍সব পালন করতে পারেন, তা দেখা দরকার। রাষ্ট্রপুঞ্জের তরফেও বাংলাদেশ সরকারকে বলা হয়েছে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে প্রশাসনকে। এদিকে, উৎসবের মধ্যেই বাংলাদেশের কুমিল্লা, ফেনি, রংপুর, চট্টগ্রাম-সহ বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে অশান্তির খবর। ইসকনের মন্দিরে হামলা থেকে বেশকিছু জায়গায়, বাড়ি-ঘর-দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram