Bangladesh Violence: বাংলাদেশে হিংসার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়, উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জেরও | Bangla News

Continues below advertisement

উৎসবের আবহে পদ্মার ওপারে অশান্তি। যার নিন্দার সুর শোনা যাচ্ছে বিশ্বজুড়ে। ঘরবাড়ি, দোকানে ভাঙচুর, ইসকনের মন্দিরে হামলা। কুমিল্লা থেকে রংপুর, চট্টগ্রাম থেকে সিলেট, একের পর এক ঘটনা ঘটেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। এই প্রেক্ষাপটে ওপার এবং এপার বাংলার সাধারণ মানুষ একদিকে যেমন প্রতিবাদে সরব হয়েছেন, তেমনই বিতর্কও থামছে না। ইসকন কর্তৃপক্ষের অভিযোগ, বাংলাদেশের অশান্তির ঘটনা তুলে ধরায় বন্ধ করে দেওয়া হয়েছে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি ট্যুইটার হ্যান্ডেল। প্রতিবাদে ট্যুইটার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইসকন কর্তৃপক্ষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram