Durga Puja 2021: জার্মান মহিলার হাতে তৈরি মণ্ডপ, সুইত্জারল্যান্ডের জুরিখে দেবীর আরাধনা | Bangla News
সুদূর সুইত্জারল্যান্ডেও ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। জুরিখের সুইস পুজো এবার পা দিল ১৮ বছরে। রীতি মেনে পুজো, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া, বাদ নেই কিছুই! সুসজ্জিত মণ্ডপ। অপরূপ দুর্গাপ্রতিমা। রীতি-নীতি মেনে পুজো। সঙ্গে দেদার খাওয়া-দাওয়া আর উপরি পাওনা হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কিছুই USP সুইস পুজোর। তুলি দিয়ে আঁকা ছবির মতো সুন্দর শহর, সুইত্জারল্যান্ডের জুরিখের এই দুর্গাপুজো এবার পা দিল ১৮ বছরে। তবে সুইস পুজো মানেই যে শুধু সুইত্জারল্যান্ডের প্রবাসী বাঙালিদের পুজো, এমনটা ভাবলে ভুল করবেন। পুজোর কটা দিন এখানে ভিড় জমান জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিরাও। এবার এই সুসজ্জিত মণ্ডপটি তৈরি করেছেন এক জার্মান মহিলা। রীতি রেওয়াজ মেনে পাঁচদিন ধরে ই পুজো চলে। জুরিখ লেকে হয় কলাবউ স্নান। পুজোর পাশাপাশি চলে দেদার খাওয়া-দাওয়া। গতবছর করোনার কারণে সংক্ষিপ্তভাবে পুজো হয়েছিল। কিন্তু এবার সুইত্জারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশমতো কঠোরভাবে করোনাবিধি মেনে আয়োজন করা হয়েছে পুজোর। পুজোর সঙ্গেই আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের।