Durga Puja 2021: ১৩ বছরে পা দিল লন্ডনের ইলিংয়ের পুজো, শুভেচ্ছা ভারতের রাষ্ট্রপতির | Bangla News

Continues below advertisement

চেনা ঢাকের বোল, কাঁসর-ঘণ্টা, অঞ্জলি। এই ছবি কিন্তু কলকাতার নয়, আট হাজার কিলোমিটার দূরে লন্ডনের ইলিংয়ের। সুদূর ব্রিটেনে এবারও নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে। একইরকম উন্মাদনা। রানির দেশে নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম ইলিংয়ের পুজো এবার ১৩ বছরে পড়ল। ৫২টি পরিবার এই পুজোর সঙ্গে জড়িত।

হোক ভিন দেশ, হোক না লন্ডন! ১৩ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন ইলিংয়ের পুজো উদ্যোক্তারা। যা নজর কেড়েছে ভারতের রাষ্ট্রপতিরও।

প্রথম থেকে একজন পুরোহিতই ইলিংয়ের পুজো করে এসেছেন। কিন্তু সম্প্রতি তাঁর মৃত্যু হওয়ায় নতুন পুরোহিতের খোঁজে বেরিয়ে পড়তে হয়েছিল উদ্যোক্তাদের। অবশেষে এগিয়ে এসেছেন প্রবাসী দুই বাঙালি চিকিৎসক।

শুক্রবার যখন কলকাতা-সহ বিশ্বের নানা প্রান্তে বিজয়া দশমী, সেখানে লন্ডনের ইলিংয়ে দশমী পালিত হবে দু-দিন পর।

পুজোর সঙ্গে ৫২টি পরিবার সরাসরি যুক্ত থাকলেও, ইলিংয়ের পুজো সত্যিকারের সর্বজনীন। পুজোর চারদিন এখানে ভোগ খেতে আসেন হাজার হাজার মানুষ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram