Morning Top News: ইমরান খান রণে ভঙ্গ দিতেই পাক প্রশাসনের নজরে প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা ।Bangla News
অনাস্থা ভোটের আগেই রণেভঙ্গ দিলেন ইমরান খান ও তাঁর দলের সাংসদরা। গভীর রাতে পার্লামেন্টে ভোটাভুটিতে হার, মেয়াদ শেষের আগেই নাটকীয় পতন হল আরও এক পাক সরকারের। রাতেই হেলিকপ্টারে ইসলামাবাদ ছাড়লেন ইমরান। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।
ভোটাভুটির আগেই ইস্তফা দেন স্পিকার, ডেপুটি স্পিকার। পাক সংসদ থেকে ওয়াকআউট করেন ইমরানের পার্টির সাংসদরা। অনাস্থা ভোটে অংশগ্রহণ করেন শুধুমাত্র পাক বিরোধী দলের সাংসদরা। লুঠেরাদের হাতে চলে গেল দেশ, ট্যুইট বিদায়ী পাক তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।
পাক জাতীয় সংসদে আস্থা ভোটে হার নিশ্চিত জেনে ইমরান খান রণে ভঙ্গ দিতেই পাক প্রশাসনের নজরে প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরা। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দাবি, দলীয় মুখপাত্র আরসালান খালিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। পিটিআই নেতার পরিবারের সকলের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয় বলে দাবি। পাক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। তিনি অবশ্য বদলার রাজনীতিতে বিশ্বাসী নন বলে জানিয়েছেন।