Mars Rotocraft: গতি বাড়িয়ে মঙ্গলের মাটিতে নজির গড়ল রোটোক্রাফট।Bangla News
পায়ের তলায় মঙ্গলের লাল মাটি। লালগ্রহে তৈরি নতুন ইতিহাস। আগের থেকে বেশি দ্রুতগামী হয়ে মঙ্গলের আকাশে উড়ল রোটোক্রাফট। একইসঙ্গে আগের থেকে অনেক বেশি দূরত্ব পাড়িও দিল উড়ন্ত যান। রোটোক্রাফট ২ হাজার ৩১০ ফুট উড়ল ১২ মাইল প্রতি ঘণ্টা বেগে। মাটি থেকে ৩৩ ফুট উঁচুতে উড়তে সক্ষম হল এই যান। উড়ানের মধ্যে যানের গতিবেগ বাড়াতে-কমাতেও সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
Tags :
ABP Ananda Mars ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Space Research এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rotorcraft Aeronautics