Morning Headlines: জনরোষে লঙ্কাকাণ্ড, অর্থনৈতিক সঙ্কটে ফের অশান্ত শ্রীলঙ্কা

Continues below advertisement

৩ মাসেই পুনরাবৃত্তি। শ্রীলঙ্কার আরেক প্রধানমন্ত্রীর বাড়ির দখল নিয়ে পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা। মাহিন্দার পর ৩ মাসের মধ্যে ইস্তফা বিক্রমসিঙ্ঘের। 

অর্থনৈতিক সঙ্কটে ফের অশান্ত শ্রীলঙ্কা। রাষ্ট্রপতি ভবনও বিক্ষোভকারীদের দখলে। দাদা মাহিন্দার পথ ধরে পালালেন রাষ্ট্রপতি।  গঠিত হচ্ছে সর্বদলীয় সরকার। 

দুর্যোগের একদিন পার, অমরনাথে নিখোঁজ বহু পর্যটকের মধ্যে একজন বারুইপুরের। ১৬জনের মৃতদেহ উদ্ধার। 

অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি, দুর্যোগে আটকদের মধ্যে বহু বাঙালি, উদ্বেগে পরিজনরা। সহযোগিতার বার্তা মুখ্যমন্ত্রীর। নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। 

অবশেষে প্রতীক্ষার অবসান। সোমবার যাত্রা শুরু শিয়ালদা-সল্টলেক মেট্রোর, পরিষেবা শুরু বৃহস্পতিবার। উদ্বোধন করবেন স্মৃতি ইরানি। 

মেট্রোর উদ্বোধনেও সংঘাত। আমন্ত্রণ নেই মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফরের দিনই কেন অনুষ্ঠান? প্রশ্ন তৃণমূলের। প্রতিহিংসার রাজনীতি করে ওরাই, পাল্টা বিজেপি। 

রাজ্যে ৩ হাজারেরই কাছে করোনার দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়িয়ে তিন নম্বরে হুগলি। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram