New Covid 19 Variant: সন্ধান মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ইহুর, গতিপ্রকৃতি নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা?| Bangla News

Continues below advertisement


ওমিক্রন-উদ্বেগের (Omicron) মধ্যেই মিলল নতুন করোনা ভাইরাস ইহু (IHU)। যা ওমিক্রনের থেকেও বেশি সংক্রামক হতে পারে। এমনই জানিয়েছেন ফ্রান্সের ইনস্টিটিটিউট IHU মেডিটেরিনিয়ান ইনফেকশনের বিজ্ঞানীরা। নতুন ভ্যারিয়েন্টের বৈজ্ঞানিক নাম B.1.640.2। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ইহু (IHU)। গবেষকরা জানিয়েছেন, এই ভাইরাসের মধ্যে রয়েছে ৪৬টি মিউটেশন, যা ওমিক্রনের থেকেও বেশি। তাই ওমিক্রনের থেকে দ্রুত এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীদের। মূলত আফ্রিকার ক্যামেরুন থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram