Pakistan political crisis : লুঠেরাদের হাতে চলে গেল দেশ, ট্যুইট বিদায়ী পাক তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর ।Bangla News

Continues below advertisement

মধ্যরাতে পাকিস্তানে ইমরান খান-সরকারের পতন। অনাস্থা প্রস্তাবে হল ভোটাভুটি। হারলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ৩৪২জন সাংসদের মধ্যে বিরোধীদের পক্ষে পড়ল ১৭৪টি ভোট। পাকিস্তানে টালমাটাল পরিস্থিতির মধ্যেই ইস্তফা দিলেন পাক অ্যাটর্নি জেনারেল। ভোটাভুটির ফল প্রকাশের আগেই কপ্টারে ইসলামবাদ ছাড়লেন ইমরান। পরবর্তী পাক প্রধানমন্ত্রী হতে পারেন বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। ভোটাভুটির আগেই ইস্তফা দেন স্পিকার, ডেপুটি স্পিকার। পাক সংসদ থেকে ওয়াকআউট করেন ইমরানের পার্টির সাংসদরা। অনাস্থা ভোটে অংশগ্রহণ করেন শুধুমাত্র পাক বিরোধী দলের সাংসদরা। লুঠেরাদের হাতে চলে গেল দেশ, ট্যুইট বিদায়ী পাক তথ্য সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram